ধর্ষকের কবল থেকে রেহাই পায়নি বিশ্ব খ্যাত পপ তারকা ম্যাডোনা’ও। স্বপ্ন নিয়ে নিউ ইউর্কে পা দিয়েই পড়েন ধর্ষকের কবলে। ধর্ষণের পাশাপাশি অপহৃতও হয়েছিলেন তিনি। সেই দুঃস্বপ্নের কথা নিজেই তুলে ধরেন একটি আত্মজীবনীমূলক লেখায়।
হারপারস নামক একটি ম্যাগাজিনে নিজের কিছু ঘটনা তুলে ধরেন ম্যাডোনা। এখানে উল্লেখ করেন, “নিউইয়র্কে আমি অনেক স্বপ্ন নিয়ে পা রাখলেও আমাকে মোটেই ভালোভাবে গ্রহণ করেনি এই শহর। ভয়ংকর সব অভিজ্ঞতার মুখো মুখি হতে হয়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে ধর্ষণ করা হয়েছে”।
আগামী নভেম্বর মাসেই ম্যাডোনার এই আত্মজীবনীমূলক লেখাটির বিস্তারিত প্রকাশ হবে হারপাস ম্যাগাজিনে।
Call Our Toll-Free Number: 123-444-5555






0 comments: