Call Our Toll-Free Number: 123-444-5555
  • Youtube Video

    All actors and actree hot pictures and stories.

    See All Features
  • Image With Text

    All actors and actree hot pictures and stories.

    See All Features

Visitors

Creative,But Weird.


True story


৫’শ কোটির টার্গেট নিয়ে ‘কৃশ থ্রি’!

সুপার হিরো কৃশ-এর সিক্যুয়াল সিনেমা ‘কৃশ থ্রী’ মুক্তির তারিখ এগিয়ে আনা হয়েছে। আগামী দেওয়ালী উৎসবেই মুক্তি পাবে কৃশ থ্রী, টাগের্ট ৫শ' কোটি টাকা ব্যবসা করে রেকর্ডের ঘরে পা রাখা।
রাকেশ রোশন পরিচালিত 'কৃশ থ্রী' মুক্তির আগেই চলে আসে আলোচনায়। প্রযুক্তির ব্যবহার করে বলিউড সিনেমাযে নুতন মাত্রা যোগ করতে যাচ্ছে ‘কৃশ থ্রী’। প্রচার প্রচারণাও বেশ আলোচিত হয়। সব মিলিয়ে 'কৃশ থ্রী' বেশ আগ্রহ তৈরি করেছে বলিউড দর্শকদের মাঝে।
২৪ নভেম্বর মুক্তি দেয়ার কথা ছিলো সিনেমাটি। কিন্তু প্রযোজক ও পরিবেশক নতুর মুক্তির তারিখ নির্ধারণ করেছেন ১ নভেম্বর। দেওয়ালী উৎসব শুরু হবে ৩ নভেম্বর। এই উৎসবকে সামনে রেখেই এগিয়ে আনা হয়েছে মুক্তির তারিখ।
প্রযোজক ও পরিচালক আশা করছেন, এই ছবি ৫শ কোটি টাকা ব্যবসা করতে সমর্থ হবে। সিনেমাটি নির্মানে ব্যয় হয়েছে ১শ কোটি টাকা। কৃশ’র ট্রেলর মুক্তি দেয়ার পরপরই এটি মাত্র ২ দিনে ৪০ লাখ মানুষ দেখেছে এবং ১০ দিনে ১ কোটি ২০ লাখ মানুষ দেখেছে। যা রের্কড ভেঙ্গে দেয় ২০১২ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা ‘অ্যাভেঞ্জার টু’ সিনেমাটির। ‘অ্যাভেঞ্জার টু’র ট্রেলর ১০ দিনে দেখেছিলো ১০ লাখ মানুষ।

ম্যাডোনাও ধর্ষণের শিকার

ধর্ষকের কবল থেকে রেহাই পায়নি বিশ্ব খ্যাত পপ তারকা ম্যাডোনা’ও। স্বপ্ন নিয়ে নিউ ইউর্কে পা দিয়েই পড়েন ধর্ষকের কবলে। ধর্ষণের পাশাপাশি অপহৃতও হয়েছিলেন তিনি। সেই দুঃস্বপ্নের কথা নিজেই তুলে ধরেন একটি আত্মজীবনীমূলক লেখায়।
৫৫ বছর বয়েসি এই গায়িকা এখনো রোমাঞ্চিত করেন দর্শক শ্রোতাদের। অসংখ্য জনপ্রিয় গান দিয়ে দীর্ঘ সময় যাবত মাতিয়ে রেখেছেন বিশ্বকে। তবে দাপুটে এই গায়িকার অতীতটি ভয়ংকার সব অভিজ্ঞতায় ভরপুর।
হারপারস নামক একটি ম্যাগাজিনে নিজের কিছু ঘটনা তুলে ধরেন ম্যাডোনা। এখানে উল্লেখ করেন, “নিউইয়র্কে আমি অনেক স্বপ্ন নিয়ে পা রাখলেও আমাকে মোটেই ভালোভাবে গ্রহণ করেনি এই শহর। ভয়ংকর সব অভিজ্ঞতার মুখো মুখি হতে হয়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে ধর্ষণ করা হয়েছে”।
ম্যাডোনা বলেন, “ধারালো ছোরা দিয়ে জিম্মি করে আমাকে ধর্ষণ করা হয়েছিলো। আমার পিঠে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিলো। অথচ নিউইয়র্কে আসার জন্য আমি নাচের স্কলারশিপ ছেড়ে এসেছিলাম। কিন্তু এখানে আসার পর একের পর এক ভয়াবহ অভিজ্ঞতার জন্য শেষ পর্যন্ত গানই ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রচন্ড পরিমান একা হয়ে পরেছিলাম। বহুদিন একা একা কেঁদেছি। তবে শেষ পর্যন্ত আমি লড়াই করেই প্রতিষ্ঠিত হয়েছি”।
আগামী নভেম্বর মাসেই ম্যাডোনার এই আত্মজীবনীমূলক লেখাটির বিস্তারিত প্রকাশ হবে হারপাস ম্যাগাজিনে।

Indian actress jiah-khan-s-mother-releases-her-dead-body-photos



Indian actress jiah-khan-s-mother-releases-her-dead-body-photos